জয়পুরহাট জেলার ঐতিহাসিক নান্দাইল দীঘির ইতিহাস



নান্দাইল দিঘি(Nandhail Dighi) জয়পুরহাট শহর থেকে ১৯ কিলোমিটার পূর্বে কালাই থানার নান্দাইল গ্রামে অবস্থিত। মৌর্য্য বংশের সম্রাট নান্দলাল এই দীঘি নির্মান করেন। জানা যায় বগুড়ার মহাস্থানগড়ের রাজা পরশুরামের ভাগিনা রাজা নন্দলাল ,রাজা নন্দলাল এলাকার পানির অভাব দূর করতে এই দিঘিটি খনন করেন , ৬০ একর জায়গা জুড়ে বিসৃত এই দীঘিটির নামই নান্দাইল দীঘি। শুকনা মৌসুমে কৃষক প্রজাকুলের চাষ ও খাবার পানির দারুন অসুবিদার কথা চিন্তা করে মৌর্য্য বংশের সম্রাট নন্দের আমলে এই দীঘিটি খনন করা হয়। এক সময় এই দীঘি চারপাশে ঘন বন ও উচুঁ নিচু টিলা থাকলেও বর্তমানে তা সাফ করে বসতি গড়ে উঠেছে।


ঐতিহাসিক নান্দাইল দিঘীটি জয়পুরহাট জেলার কালাই উপজেলাধীন পুনট ইউনিয়নে নান্দাইল গ্রামে অবস্থিত। এটি জয়পুরহাট জেলার সবচেয়ে বড় দিঘী এর দৈর্ঘ্যে প্রায় ১ কিঃমিঃ। কথিত আছে রাজা নন্দলাল ১৬১০ সালে এই ঐতিহাসিক নান্দাইল দিঘীটি খনন করেন। দিঘীটির আয়তন ৫৯.৪০ একর। স্থানীয় জনগণের মতে দিঘীটি এক রাতের মধ্যে খনন করা হয়েছে। এক সময়ে দিঘীটির পাড় অনেক উঁচু ছিল। শীত কালে দিঘীটিতে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। প্রাকৃতিক সৌন্দর্য্যের কারনে বর্তমানে দিঘীটি পিকনিক স্পট হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বর্তমানে দিঘীটির পাড়ে নান্দাইল নামক একটি কলেজ স্থাপিত হয়েছে ।

আরও পড়ুন : ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নিন

No comments

Theme images by imacon. Powered by Blogger.