করোনাভাইরাস কতটা মারাত্মক ? এর লক্ষ্মণ, চিকিৎসা ও সুরক্ষার উপায়

এই ভাইরাসটা কী? : করোনাভাইরাস এমন একটি সংক্রামক ভাইরাস - যা এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায়নি।
সারাবিশ্বে এরই মধ্যে ১৫০টির বেশি দেশে ছড়িয়েছে এই ভাইরাস, বিশ্বব্যাপী প্রাণহানি হয়েছে ৭ হাজারের বেশি মানুষের।

ভাইরাসটির আরেক নাম ২০১৯ - এনসিওভি বা নভেল করোনাভাইরাস। এটি এক ধরণের করোনাভাইরাস। করোনাভাইরাসের অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মাত্র ছয়টি প্রজাতি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। তবে নতুন ধরণের ভাইরাসের কারণে সেই সংখ্যা এখন থেকে হবে সাতটি।করোনাভাইরাসে হওয়া রোগের নতুন নাম 'কোভিড-১৯'।

রোগের লক্ষ্মণ কী: রেসপিরেটরি লক্ষণ ছাড়াও জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষণ।এটি ফুসফুসে আক্রমণ করে। সাধারণত শুষ্ক কাশি ও জ্বরের মাধ্যমেই শুরু হয় উপসর্গ দেখা দেয়, পরে শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। সাধারণত রোগের উপসর্গগুলো প্রকাশ পেতে গড়ে পাঁচদিন সময় নেয়।  
করোনাভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় : 
1. সাবান দিয়ে ২০ সেকেন্ডের মতো হাত পরিষ্কার করতে হবে। যদি সাবান না পাওয়া যায়, তবে ৬০ ভাগ অ্যালকোহল–সমন্বিত স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে।
2. চোখ, নাক ও মুখ অপরিষ্কার হাত দিয়ে স্পর্শ করা যাবে না।
3. যাদের করোনাভাইরাস সংক্রমণ করেছে বলে মনে হয়, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে।
4. সর্দি, কাশি, জ্বর হলে ঘরের বাইরে না যাওয়াই ভালো।
5. সর্দি–কাশিজনিত কফ টিস্যু কাগজে মুড়িয়ে নিরাপদ জায়গায় ফেলতে হবে।
6. সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
7.অবশ্যই বাড়ির বাহিরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে ।
আশা করি, দৈনন্দিন জীবনে এই পরামর্শগুলো আমরা মেনে চলব। মনে রাখতে হবে, সচেতনতা ও প্রতিরোধব্যবস্থাই করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়।

আরো পড়ুন : জেনে নিন কালোজিরার ঔষধি গুনাগুন সম্পর্কে 

No comments

Theme images by imacon. Powered by Blogger.